জানি তুমি ভালোবাসো না আমায় 
তবুও তোমাই ভালোবাসি ।

জানি ভালোবাসা অমর 
তবুও অমরত্ব কে অবিশ্বাস করি।

জানি আশায় থাকলে ভাঙবে হৃদয়
তবুও আশায় থাকি ।

জানি অপেক্ষায় থাকলে জমবে ব্যথার পাহাড়
তবুও অপেক্ষায় থাকি।

জানি প্রতিক্ষায় থাকলে পুড়বে হৃদয়
তবুও প্রতিক্ষা করি ।

জানি স্বপ্ন দেখলে হবেনা পূর্ণ
তবুও স্বপ্ন দেখি।

জানি তুমি ফিরে আসবে না কোনোদিন 
তবুও ফিরে আসার অপেক্ষা করি।

জানি হয়তো মনের ভুল 
তবুও মনকে শান্ত করি ।

জানি তুমি আসবে একদিন
আমার ভালোবাসাকে জানবে সেদিন ।

জানি তুমি ভালবাসবে একদিন 
আর তুমি আপন করে নেবে সেদিন।