আমার প্রিয় বালিশের আত্মকথা
সকলের ব্যস্ততাই নীরব আমি
জানলাম আজ হস্টেলে যাবে তুমি
একদলা কষ্ঠ বেরিয়ে এল বুক ফেটে
স্বজন হারার ভয়ে ভীত আমি।
পড়ে আছি এক কোণে, নীরবে,নিশব্দে
আমি তুচ্ছ ও ক্ষমতাহীন এক জড়বস্তু ।
চোখ বুজে দেখছিলাম তোমার ব্যস্ততা
বুকে ছিল সাহস, মনের মাঝে আশা।
জানলাম আজ হস্টেলে যাবে তুমি
একদলা কষ্ঠ বেরিয়ে এল বুক ফেটে
স্বজন হারার ভয়ে ভীত আমি।
পড়ে আছি এক কোণে, নীরবে,নিশব্দে
আমি তুচ্ছ ও ক্ষমতাহীন এক জড়বস্তু ।
চোখ বুজে দেখছিলাম তোমার ব্যস্ততা
বুকে ছিল সাহস, মনের মাঝে আশা।
হঠাৎ তোমার নজর আমার দিকে
ঝপ করে পুরে নিলে ব্যাগে
আহা!! কি আনন্দ, কি আনন্দ...।
ঝপ করে পুরে নিলে ব্যাগে
আহা!! কি আনন্দ, কি আনন্দ...।
তুমি ভুলনি আমায়, রেখেছ মনের কোণে
খুশীতে আমি ডগমগ, উড়ছি সপ্ত আসমানে।
খুশীতে আমি ডগমগ, উড়ছি সপ্ত আসমানে।
আমি কি ভুলেছি তোমার প্রথম হাঁসি?
আমি কি ভুলেছি তোমার প্রথম দুঃখ ও কান্না ?
আমি কি ভুলেছি তোমার প্রথম প্রেমের উচ্ছ্বাস?
কতই না করেছি সহ্য তোমার ভালবাসার অত্যাচার।
আমি কি ভুলেছি তোমার প্রথম দুঃখ ও কান্না ?
আমি কি ভুলেছি তোমার প্রথম প্রেমের উচ্ছ্বাস?
কতই না করেছি সহ্য তোমার ভালবাসার অত্যাচার।
ভুলে গেছো বাবার সেই প্রথম কানমলা ?
এক বিশাল ঘুসি সহ্য করেছিলাম আমি।
আর অঙ্কের স্যারের বেজ্জতিতে
ভিজে ছিলাম তোমার অশ্রুজলে।
এক বিশাল ঘুসি সহ্য করেছিলাম আমি।
আর অঙ্কের স্যারের বেজ্জতিতে
ভিজে ছিলাম তোমার অশ্রুজলে।
তোমার প্রথম ধুম্রপানের ছিলাম সাক্ষী
আর যেদিন দাড়ি কাটলে, দেখছিলাম অবাক হয়ে
আনন্দিত হয়েছিলাম তোমার সাবালক হয়ে ওঠার সাক্ষী হয়ে।
আর যেদিন দাড়ি কাটলে, দেখছিলাম অবাক হয়ে
আনন্দিত হয়েছিলাম তোমার সাবালক হয়ে ওঠার সাক্ষী হয়ে।
আর তোমার প্রথম প্রেমের প্রস্তাবে,
কতই না করলে আদর আমারে ।
প্রথম বিচ্ছেদেও তুমি ভুলনি আমায়।
কতই না করলে আদর আমারে ।
প্রথম বিচ্ছেদেও তুমি ভুলনি আমায়।
সন্ধ্যাবেলায় যত্ন করে তোমার কভার পড়ানো
উপভোগ করতাম তারিয়ে তারিয়ে।
আর সেদিন পুরনো বলে
মা রাগ করে ছুড়ে ফেলেছিল আমায়
আভিমানে মুখ চেপে শুয়েছিলে সারাটা দিন
আমি তো কিছুই ভুলিনি, সবই আছে মনে
আহা আজ কি আনন্দ,
কি আনন্দ, কি আনন্দ !!!!!!!
উপভোগ করতাম তারিয়ে তারিয়ে।
আর সেদিন পুরনো বলে
মা রাগ করে ছুড়ে ফেলেছিল আমায়
আভিমানে মুখ চেপে শুয়েছিলে সারাটা দিন
আমি তো কিছুই ভুলিনি, সবই আছে মনে
আহা আজ কি আনন্দ,
কি আনন্দ, কি আনন্দ !!!!!!!