তুমি কি এসে গেছো? 
তুমি আসিবে বলে বসে আছি
গ্রামের প্রান্তে বটগাছের তলে।

গাড়োয়ান ধুলো উড়িয়ে চলে গেছে 
গরুগুলোর গলার ঘণ্টার টুং টুং আওয়াজও ক্ষীণ 
আকাশের দিকে চেয়ে চেয়ে ক্লান্ত  আমি 
বসে আছি আলুথালু হয়ে ।

একটি পাখি গাহিছে গান বেসুরে
মনে হয় সে শালিক বা দাঁড়কাক  
শালিক পাখি আবার গান গায় নাকি? 
সে গাইতেই পারে 
মনে হয় নতুন শিখেছে গাহিতে দোয়েলের কাছে।

আবার দোয়েল পাখিটা ধরেছে বিদ্রুপ সুরে গান
সে তো ভালই গাহিতে জানে তবে বিদ্রুপ কেন?  
কোকিলের সুমধুর কুহু কুহু  ডাক যেন 
কানকে ঝালাপালা করে।

দুপুরের লোকাল ট্রেনটাও হুইসেল বাজিয়ে চলে গেল
ভেসে আসছে আযানের সুমধুর ধ্বনি 
পথ চেয়ে চেয়ে ক্লান্ত আমি 
তবুও আছি অপেক্ষায় আমি।

মনে হয় তুমি ফাঁকি দিলে
হঠাত দেখি দূরে যেন একটি ছায়া
ক্রমশ এগিয়ে আসছে 
তুমি কি এসে গেছো?