কতোটা পথ পেরিয়ে এলাম
কতোটা পথ চলার বাকি
চলছি শুধু চলার নেশায়
জানি না এর শেষ কোথায়।

চাইছি না আর ফিরে
পথের ধুলোর রঙ মেখে
পথের গানকে সঙ্গী করে
চলছি শুধু হিমুর মত পথভ্রষ্ট হয়ে
এগোই বা পিছোই এখন
লাভ কি হিসাব রেখে?  

পুরনো পথ আজ স্মৃতি মাত্র
ভুলেছি তার অস্তিত্ব 
নতুন পথে নতুন সঙ্গী 
নতুন কিছু আশা
এগিয়ে চলেছি নতুন পথে
গন্ত্বব্য আশা করা বৃথা ।