এক রাশ আশায় ডেকেছিলাম  
ছিলাম সাড়ার অপেক্ষায় 
আজ এত দিন কেটে গেল 
অপলকে পথ চেয়ে আছি 
এক আগত ছায়াও জাগায় 
মনের মাঝে নতুন আশার সঞ্চার ।
না, তুমি আসনি 
সাড়াও আমি পাইনি
শুষ্ক পাতাগুলোর তির্যক ব্যঙ্গ 
তারাও হাসে মনে মনে 
তবুও শুষ্ক পাতায় লিখে যাই  
শুধু তোমারই নাম 
যদি ফিরে আসো ভুল করে ।