শুনেছি দেশ নাকি ডিজিটাল হয়ে গেছে 
দিকে দিকে তারই চর্চা। 
গ্রামে গঞ্জে, ঘরে বাইরে ইন্টারনেটের ছড়াছড়ি 
রাস্তাঘাট শুনশান যেন ১৪৪ ধারা চলছে । 

সবাই মত্ত ডিজিটালের নেশায় 
ফেসবুক, হটসঅ্যপ, ইন্সট্রাগ্রাম, টুইটার
আর কতই না কি ?

এক চাষিও শুনেছিল ডিজিটালের চর্চা 
ফি বছর মেঘের দিকে চেয়ে চেয়ে ক্লান্ত
বৃষ্টি বিনা ফসল ক্ষেতেই নষ্ঠ 
মনে এল তার এ তো ডিজিটালের যুগ, 
সবই সম্ভব তবে বৃষ্টি কেন নয় ।

কৃষি অধিকারিকের কাছে আকুলি বিকুলি
করল পা ধরে মিনতি  
বাবু আমি কম্পিউটারে নিরক্ষর,
তাই বলছিলাম একটু বৃষ্টি ডাউনলোড করে দাও 
ফসল যে সব ক্ষেতে শুখিয়ে যায় ।