এক অচেনা মুসাফির 
বিচরণ করে বেড়ায় স্বপ্নের দুনিয়ায়
কতই না চেনা, কতই না জানা 
লুকিয়ে লুকিয়ে সিঁদ কেটেছে হৃদয়ে 
যারে ব্যাকুল মন খুঁজে বেড়ায় নিরন্তর 
সেই আদিকাল থেকে আছি মিলনের অপেক্ষায় 
কতদিন মাঝরাতে ঘুমের ঘোরে পাগলের মত 
খুঁজেছি তাঁরে পথে ঘাটে, অলিতে গলিতে
দেশে দেশে, দেশ-বিদেশে, সাগর থেকে সাগর পাড়ে 
কেউ তো আছে এক অচেনা মুসাফির।
কাল রাতে কে যেন হটাৎ 
আলতো টোকা দিয়েছিল হৃদয়ের ভাঙা দরজাতে 
বিভোর ছিলাম ঘুমের মাঝে 
এলোমেলো স্বপ্নগুলো লুকোচুরি খেলছিল ময়দান প্রান্তরে 
ক্ষণিকের দস্তক কানে বেজেছিল সুমধুর বীণার সুরে 
হৃদয়ের দরজা খুলে দেখি এতো সেই অচেনা অতিথি 
চির অপেক্ষায় ছিলাম এ ক্ষণের আশায় 
নিরুদ্দেশ স্বপ্নগুলো আজ বাস্তবের সম্মুখীন
আজ যে স্বপ্নের মুসাফির দাঁড়িয়ে হৃদয়ের দরজাতে।