কি সম্বোধনে ডাকবো তোমায়  
ভাবছি, আহ্বান করব কি না?  
সম্পর্কের মাঝে সুদৃঢ় প্রাচীর 
ঠোঁট দুটি আজ বিদ্রোহে সামিল।  
উতলা মন, নিঝুম মনন 
হৃদয়ে মাঝে ব্যথার জোয়ার
ঢেউয়ের মুকাবলায় জিতব কি?   
অব্যাক্ত কথাগুলোর শুভারম্ভ হবে কি?