নজরের অনুভূতি
ক্ষুধাকাতর ক্লান্ত পথিকের মত
তোমার নয়নদ্বয় যেন কারে খুঁজে বেড়ায়
নজর ঝুঁকিয়ে, আড় চোখে তোমার দেখা
নজর মিলনে তোমার আকাশ পানে দেখা
চাতকের পিপাসী নজর যেন কারে খোঁজে অহরহ।
তোমার নয়নদ্বয় যেন কারে খুঁজে বেড়ায়
নজর ঝুঁকিয়ে, আড় চোখে তোমার দেখা
নজর মিলনে তোমার আকাশ পানে দেখা
চাতকের পিপাসী নজর যেন কারে খোঁজে অহরহ।
জানি তোমার নজর আমার নজরকে ছুঁয়ে যাই
নজরের ঝিলিকে তুমি কথা বল আর আমি শুনি
কে বলেছে, বোবার প্রেমে অনুভূতি নেই
তোমার নজরের গভীরতায় মজেছি
ডুবেছি তোমার নজরের গভীর সাগরে
সাঁতার শিখিনি, অজানা দরিয়ায় ঝাঁপ দিয়েছি
বাঁচাবে কে?
পেয়েছি নজরের সাথে নজরের কথা বলার গোপন সুত্র
পেয়েছি নজরের সাথে নজরের মিলনসেতুর মহামন্ত্র।
নজরের ঝিলিকে তুমি কথা বল আর আমি শুনি
কে বলেছে, বোবার প্রেমে অনুভূতি নেই
তোমার নজরের গভীরতায় মজেছি
ডুবেছি তোমার নজরের গভীর সাগরে
সাঁতার শিখিনি, অজানা দরিয়ায় ঝাঁপ দিয়েছি
বাঁচাবে কে?
পেয়েছি নজরের সাথে নজরের কথা বলার গোপন সুত্র
পেয়েছি নজরের সাথে নজরের মিলনসেতুর মহামন্ত্র।
নজরময় কাব্য। সুন্দর লিখেছেন।
ReplyDelete