হে আদরের সুমধুর মিঠে পলকেরা 
যদি যেতেই চাও ভেবে দেখো একটি বার 
কত যত্নে একত্র করেছি একে-একে 
আগলে সাজিয়ে রেখেছি স্বপ্নের মহলে।
যদি যেতেই চাও, চলে যেও 
বিদেয় দেব হাসি মুখে, ভুল বুঝোনা 
ভাঙা ছিটকিনিটা সেই কবে থেকেই অকেজো  
হৃদয়ের দরজা অপাবৃত, বাধার সম্মুখীন হবে না।
হে শুভ্রতা, বিলম্ব কর তোমার আগমনে  
কিছু সময় অতিবাহিত করতে দাও একান্তে
কি জানি, পথ চলার কোন বাঁকে
জীবনের শেষ  সন্ধ্যা নেমে আসে চিরতরে।
কালো মেঘগুলোকে কি কেউ বলে দেবে
যেন বর্ষিত হয় চিন্তা ভাবনা করে 
সে ক্ষণে প্রণয়ীনীর বিরহ মনে এলে   
অঝোর অশ্রু বর্ষণে মোকাবিলা হবে সমানে সমানে।