শৈশবের হারানো দিনগুলো 
স্মৃতির ভিড়ে মিথা খুঁজে লাভ কি?
জীবনের প্রতিক্ষণে লুকিয়ে যে তার উপস্থিতি 
ব্যস্ত জীবনের অলস ক্ষণে,পরিশান্ত বন্ধ চোখে 
আনমনে চশমার ঘোলাটে কাঁচদুটি পরিষ্কারের ফাঁকে 
মনে পড়ে না এক ডানপিটে বালকের উপস্থিতি?
মনে পড়ে না সেই কাগজের নৌকা,  
পুকুরে সাঁতারের তুমুল প্রতিযোগিতা,     
লুকোচুরির খেলার মাঝে চুলাচুলির ঝগড়া
আর বাগানের চুরি করা কাঁচা আমের স্বাদ?
এই তো সেদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোর  
কত স্মৃতি ভিড় করে মনের আঙিনাতে
আর মানব অবিরাম ব্যস্ত বৃথা খোঁজে 
শৈশবের হারানো সুমধুর দিনগুলো 
জীবন সাগরের উঁচু উঁচু সুবিশাল ঢেউগুলোর মাঝে।