সাজানো বাগানে আজ পুস্ফূটিত ফুলের দল 
তোমার স্পর্শের ছোয়ায় বিগলিত সকল 
ভ্রমরের সুমধুর ডাকে কানন বিবশ 
তবুও অভিমান? 
মনের কোণে লুকিয়ে একরাশ ক্লেশ 
তুমি চলে যাবে কার উপর অভিমানে? 
তারা কি বোঝে পরাধীনতার ব্যাথা ?   
যেও, বাধার সম্মুখীন হবে না 
কিন্তু ভেবে দেখো একটিবার 
যে পথে একা একা চলেছো তুমি 
অনেক পথ পার করেছো একাকী 
ফিরে দেখো একা নও তুমি 
তোমার মত অনেক বীরের রক্তে 
রঞ্জিত হয়েছে দেশের মাটি, তারাও কি অভিমানী? 
তোমার মত অনেক বীরের মায়েদের 
চোখের জল এখনও বিদ্যমান 
ভুলে গেছ? 
দেশের গর্বের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা তোমার নামখানি 
তবুও অভিমানের আবেগে চলে যেতে চাও? 
ফিরে দেখো তোমার ভালবাসায় 
পথ অবরুদ্ধে শায়িত এক মস্ত বহর 
পারবে পা মাড়িয়ে তাদের ভালবাসায় আঘাত দিয়ে চলে যেতে?