চুপিচুপি নীরবে
হঠাৎ দমকা হাওয়ার আবর্তনে
এক লহমায় চুরচুর হয়ে যায়
হৃদয় দিয়ে গড়া স্বপ্নের খেলাঘর।
এক লহমায় চুরচুর হয়ে যায়
হৃদয় দিয়ে গড়া স্বপ্নের খেলাঘর।
চলতে চলতে ক্ষণিকের সাক্ষাৎে
অচেনা পথচারীর ছোট্ট সান্ত্বনায়
মুহূর্তে বদলে যায় পথিকের জীবন।
অচেনা পথচারীর ছোট্ট সান্ত্বনায়
মুহূর্তে বদলে যায় পথিকের জীবন।
চেষ্টায় থাকে মন প্রাণপণে লুকোতে
ভাঙা হৃদয়ের গোপন ব্যথা
কিন্তু মুহূর্তের এক ছোট্ট নীরবতা
অনেক কথাই বলে যায় চুপিচুপি নীরবে।
ভাঙা হৃদয়ের গোপন ব্যথা
কিন্তু মুহূর্তের এক ছোট্ট নীরবতা
অনেক কথাই বলে যায় চুপিচুপি নীরবে।
প্রকাশের সময়:০৯/০৬/২০১৭, ১০:১৭ মি: