অনু কবিতা 6
এক অদৃশ্য বিনি সুতোর মালা
এক মোলায়েম শক্ত রেশমের সুতোর বাঁধন
যা বেঁধে রাখে আমায় সারাটি জীবন
এক শক্ত বাঁধনের বাঁধে
সময়ের সাথে সাথে একদিন জানলাম
তারও আছে এক নাম
.......... "মা"।
এক মোলায়েম শক্ত রেশমের সুতোর বাঁধন
যা বেঁধে রাখে আমায় সারাটি জীবন
এক শক্ত বাঁধনের বাঁধে
সময়ের সাথে সাথে একদিন জানলাম
তারও আছে এক নাম
.......... "মা"।
প্রকাশের সময়:১৫/০৮/২০১৭, ০৮:৩৫ মি: