দহনের গ্রাস
যে দিকে দেখি ব্যঙ্গ ভরা চোখ
অহংকারের অনলে বিদগ্ধ মনন
ভাবছি মুক্তির উপায় আছে কিনা?
অহংকারের অনলে বিদগ্ধ মনন
ভাবছি মুক্তির উপায় আছে কিনা?
জ্বলনের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে নিরন্তর
হৃদয় জ্বলনের মলমের বড়ই অকাল
হয়তো জ্বলবে পৃথিবী এখুনি হৃদয়ের উত্তাপে।
হৃদয় জ্বলনের মলমের বড়ই অকাল
হয়তো জ্বলবে পৃথিবী এখুনি হৃদয়ের উত্তাপে।
রাতের আকাশ রোশনিতে জগমগ
তারাদের দল ব্যস্ত লুকোচুরির খেলায়
ঠিক তখনই টিপটিপ করে নামল শ্রাবণ ধারা
আকাশ ভেঙে অঝোরে ঝরল বৃষ্টি আর বৃষ্টি
মুক্তি পেল ধরণী দহনের গ্রাস থেকে
ভরে গেল খাল বিল নদী নালা
চারিদিকে থৈ থৈ শুধু জল।
তারাদের দল ব্যস্ত লুকোচুরির খেলায়
ঠিক তখনই টিপটিপ করে নামল শ্রাবণ ধারা
আকাশ ভেঙে অঝোরে ঝরল বৃষ্টি আর বৃষ্টি
মুক্তি পেল ধরণী দহনের গ্রাস থেকে
ভরে গেল খাল বিল নদী নালা
চারিদিকে থৈ থৈ শুধু জল।
প্রকাশের সময়:২৪/০৮/২০১৭, ১১:০৯ মি: