কথার আড়ালে লুকিয়ে 
হরফের দল সংগঠিত হচ্ছে 
ধীরে ধীরে আলোড়নের আশায়
ব্যস্ত গোপন যুদ্ধের রূপরেখার প্রস্তুতিতে
বিদ্যুতের ঝিলিকের ন্যায় দ্রুত আছড়ে পড়বে 
অন্ধকারাচ্ছন্ন সমাজের বুকে 
প্রজ্বলিত জ্ঞানের শিখার তাপে 
জ্বলবে শিক্ষার আলো প্রতিটি ঘরের কোণে কোণে
জ্বলে ছাই হবে যত্ত সব কুসংস্কার
মুক্ত হবে সমাজ 
অন্ধকারের রাহু দশা থেকে।