রক্তের গন্ধ
অল্প অল্প রক্তের গন্ধ
সকালের বিশুদ্ধ বাতাসে
কেঁপে উঠে হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে
কাঁটা দিয়ে ওঠে শরীরের লোমগুলো
অজানা ভয়ে অদ্ভুত শিহরণ জাগে শরীর-মনে
জেগে উঠে পুরনো সুপ্ত স্মৃতিগুলো নবরূপে
পুনরায় কি কেউ মৃত্যুর পসার সাজিয়েছে সুনিপুণ হাতে?
মনে হয় মিথ্যে নয় সে আশঙ্কা,
সত্যিই দূরে ,ওই দূরে চৌমাথার পাশে থেকে
গোঙড়ানোর ক্ষীণ শব্দ ভেসে আসছে
এক অসহাযের রক্তে রঞ্জিত মেঝে।
বিশেষ ঋতুর আগমনের কি আগাম বার্তা
না হিংসা-বিদ্বেষ নামক ঋতুর পুনরাবৃত্তি সন্নিকটে?
সকালের বিশুদ্ধ বাতাসে
কেঁপে উঠে হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে
কাঁটা দিয়ে ওঠে শরীরের লোমগুলো
অজানা ভয়ে অদ্ভুত শিহরণ জাগে শরীর-মনে
জেগে উঠে পুরনো সুপ্ত স্মৃতিগুলো নবরূপে
পুনরায় কি কেউ মৃত্যুর পসার সাজিয়েছে সুনিপুণ হাতে?
মনে হয় মিথ্যে নয় সে আশঙ্কা,
সত্যিই দূরে ,ওই দূরে চৌমাথার পাশে থেকে
গোঙড়ানোর ক্ষীণ শব্দ ভেসে আসছে
এক অসহাযের রক্তে রঞ্জিত মেঝে।
বিশেষ ঋতুর আগমনের কি আগাম বার্তা
না হিংসা-বিদ্বেষ নামক ঋতুর পুনরাবৃত্তি সন্নিকটে?
প্রকাশের সময়:১৩/০৯/২০১৭, ০৯:২২ মি:
Great post and success for you..
ReplyDeleteKontraktor Pameran
Kontraktor Booth Pameran
Jasa Pembuatan Booth
Kontraktor Pameran