নতুন সবেরা(সকাল)
দেখতে ঠিক উঠের মত
একফালি পরদেশী মেঘ
আস্তানা গড়েছে আমাদের দেশে
ছোট্ট কচি বালক আঙুল তুলে বলল
দ্যাখো বাবা, ওই দূরে পাহাড়ের কোলে
কিছু শরণার্থীর ভীড়।
একফালি পরদেশী মেঘ
আস্তানা গড়েছে আমাদের দেশে
ছোট্ট কচি বালক আঙুল তুলে বলল
দ্যাখো বাবা, ওই দূরে পাহাড়ের কোলে
কিছু শরণার্থীর ভীড়।
গত রাতের গল্পের রেশ এখনও মগজে তরতাজা
তাচ্ছিল্যের উপমায় সাজানো গল্পখানি মন্দ ছিল না।
নিষ্পাপ শিশুর কোমল হৃদয়ে গেঁথে গেছে সারমর্ম
অজান্তেই কবে যে খেয়ালগুলো বিকৃত হয়েছে
জানা নেই।
ভাবনা নিয়ন্ত্রণহীন, অনলের গ্রাসে
অভিশাপের কাঠগড়ায় চিন্তাধারা
সামনে প্রজ্জ্বলিত দিয়া
তবুও জ্ঞানচক্ষু অন্ধকারে নিমজ্জিত।
তাচ্ছিল্যের উপমায় সাজানো গল্পখানি মন্দ ছিল না।
নিষ্পাপ শিশুর কোমল হৃদয়ে গেঁথে গেছে সারমর্ম
অজান্তেই কবে যে খেয়ালগুলো বিকৃত হয়েছে
জানা নেই।
ভাবনা নিয়ন্ত্রণহীন, অনলের গ্রাসে
অভিশাপের কাঠগড়ায় চিন্তাধারা
সামনে প্রজ্জ্বলিত দিয়া
তবুও জ্ঞানচক্ষু অন্ধকারে নিমজ্জিত।
এখনই হয়তো পরিবর্তনের আশা বৃথা।
নতুন সবেরা এখনও দূরে, অনেক দূরে।
নতুন সবেরা এখনও দূরে, অনেক দূরে।
* সবেরা - সকাল
প্রকাশের সময়:১৭/০৯/২০১৭, ১১:০৭ মি: