তন্দ্রা-ছন্ন শেষ রাতের ঘুমের মাঝে 
দুধ সাদা পোশাকে সুসজ্জিত পরীদের দল 
খেলা করে বেড়াচ্ছিল মগজের বিস্তৃত খোলা ময়দানে  
খেলাচ্ছলে কথায় কথায় আর্জি দিল তারা 
"দু হাতের তালুর মুঠোয় অটুট বন্ধনে 
আবদ্ধ কর জীবনের ছোট্ট ছোট্ট খুশিগুলো 
জীবন এক বহমান ধারা 
অব্যাহত বহে চলে তার ধারা 
কিছু বোঝার আগেই বশে রাখায় শ্রেয় হবে 
নহিলে ক্ষণিকের ভুলে এগিয়ে যাবে
মিশে একাকার হবে বহমান ধারা অন্য ধারার সাথে
ফিরে আর আসবে না আর কোন দিনই"।

কাকেদের অনিবার কর্কশ ডাকে
হঠাৎ ভেঙে যায় সকালের ঘুম,  
দেখি পর্দার ওপাশে ঝলমলে রোদ্দুর 
নাহ: অনেক বেলা অতিক্রান্ত 
কিছু মুহূর্ত বন্ধ চোখে 
সাক্ষাত্লাভের চেষ্ঠা করি শেষ রাতের স্বপ্নগুলি   
না, চিরতরে মুছে গেছে সেগুলো স্মৃতির ভিড় থেকে 
ভেবে আর লাভ নেই 
একটু পরেই শুরু হবে ব্যস্ততম জীবনের রোজ নামচা।