অনু কবিতা -৭ (অজানা ব্যথা)
অজানা ব্যথা অজান্তে চুপিসারে
বাসা বেঁধেছে মনের বাসরঘরে
গন্তব্যের ঠিকানাখানি অতি নিকটে
তবুও তার হদিস মেলেনা অতি সহজে
নিরন্তর খুঁজে বেড়ায় পাগল-মন তারে
আনাচে কানাচে, এখানে ওখানে ভিড়ের মাঝে।
বাসা বেঁধেছে মনের বাসরঘরে
গন্তব্যের ঠিকানাখানি অতি নিকটে
তবুও তার হদিস মেলেনা অতি সহজে
নিরন্তর খুঁজে বেড়ায় পাগল-মন তারে
আনাচে কানাচে, এখানে ওখানে ভিড়ের মাঝে।
প্রকাশের সময়:০৬/০৯/২০১৭, ১০:১৪ মি: