১। 
পিঘলিত হৃদয় ভেঙে খানখান 
শিহরণ শরীরের কোণে কোণে
আসন্ন ভূমিকম্পের আভাস মনে
থরথরে কাঁপবে বুঝি মনের পৃথিবী। 
২। 
ভগ্ন হৃদয়ে আনমনে দাঁড়িয়ে একাকী 
তপ্ত রোদের সামনে নির্বাক মূর্তি হয়ে
অবাক নয়নে দেখে একাকী নহে সে   
আরও এক সাথী, তার চিরসাথী 
ছায়া রূপে পেছনে দাঁড়িয়ে।