মায়া ও ভালোলাগা
1।
ভালোলাগা একদিন
ভাবলাগার মানুষটিকে ভালমনে
ভাবলাগার আবেশে আবেশিত হয়ে
ভাবলাগার কথাগুলো ভালোবেসে বলেছিল
ভালোলাগা অজান্তে ধীরে ধীরে একদিন চিরতরে ভালবাসার অটুট বাঁধনের গাঢ় আলিঙ্গনে বন্দী হল।
ভালোলাগা একদিন
ভাবলাগার মানুষটিকে ভালমনে
ভাবলাগার আবেশে আবেশিত হয়ে
ভাবলাগার কথাগুলো ভালোবেসে বলেছিল
ভালোলাগা অজান্তে ধীরে ধীরে একদিন চিরতরে ভালবাসার অটুট বাঁধনের গাঢ় আলিঙ্গনে বন্দী হল।
2।
আলগা কর
শক্ত বাঁধনের রেশ
একটু একটু ধীরে ধীরে
দ্যাখো ঠুনকো মায়াগুলো
হুশ করে বেরিয়ে যাবে নিশ্চুপে
কাকপক্ষীতেও ঢের পাবে না কখনো।
আলগা কর
শক্ত বাঁধনের রেশ
একটু একটু ধীরে ধীরে
দ্যাখো ঠুনকো মায়াগুলো
হুশ করে বেরিয়ে যাবে নিশ্চুপে
কাকপক্ষীতেও ঢের পাবে না কখনো।
প্রকাশের সময়:৩০/০৯/২০১৭, ০৮:০১ মি: