শূন্যতা
শেষ বাতিটিও বুঝে গেছে বেশ কিছুক্ষণ আগেই
রাত পোহাবার কত সময় আর বাকী?
রাত্রি এখন নিকস কালো আঁধারের রহস্যের জালে
জোনাকির মৃদু আলোই শেষ ভরসা
কিছু আগেই দমকা ঝরোকা দ্রুত বেগে বয়ে গেল
কোথাও দূরে জানালার কাঁচ ভাঙার ঝনঝন শব্দ
তবুও চোখের মাঝে ঘুম এখনও অধরা
পাশে শয্যাসঙ্গী অঘোরে ঘুমোচ্ছে নাসিকাগর্জনে।
এখনও আলতো টোকা
শোনা যাইনি সদর দরজাতে
শূন্যতার অসীম কুয়াশা জাগে মনে
দীঘল রাতের শ্রান্ত সফরের ইতি কবে?
চলেছে কোথায় একাকী কোন সীমাহীন দূরে?
বৈঠাহীন নৌকায় পানিশূন্য নদীর কিনারা বেয়ে
ভাসিয়ে নিয়ে যাবে কি স্বপ্নময় একাকীত্বের দেশে?
বিষণ্ণময় স্বপ্নটাও আর আসে না আজকাল
হৃদয় মাঝে স্মৃতির শূন্যতা,বড়ই কচকচ করে
অধরা শূন্য অনুভূতিগুলো তামাশা করে দূরে
গ্রাস করে অস্তিত্বহীনতার এক তমসাচ্ছন্ন বোধ
অনেক কিছুই ছিল চাওয়া পাওয়ার
সবগুলিই শূন্যতার মাঝ নদীতে আজ নিমজ্জিত
শূন্যতা নিয়েই চলে যাব চিরতরে, শূন্য হয়ে
অবশেষ ছেড়ে স্মৃতির আখ্যান,
কুয়াশামাখা আধো-অন্ধকার ভোরে, ঘুমে আচ্ছন্ন মন
নাতিদীর্ঘ ঘুমের মাঝে হঠাৎ জেগে দেখি
ঘরে-বাইরে আলো-আঁধারির দোলাচল
আর জানালার বাইরের বীভৎস কালিমালিপ্ত কুয়াশার চাদর।
রাত পোহাবার কত সময় আর বাকী?
রাত্রি এখন নিকস কালো আঁধারের রহস্যের জালে
জোনাকির মৃদু আলোই শেষ ভরসা
কিছু আগেই দমকা ঝরোকা দ্রুত বেগে বয়ে গেল
কোথাও দূরে জানালার কাঁচ ভাঙার ঝনঝন শব্দ
তবুও চোখের মাঝে ঘুম এখনও অধরা
পাশে শয্যাসঙ্গী অঘোরে ঘুমোচ্ছে নাসিকাগর্জনে।
এখনও আলতো টোকা
শোনা যাইনি সদর দরজাতে
শূন্যতার অসীম কুয়াশা জাগে মনে
দীঘল রাতের শ্রান্ত সফরের ইতি কবে?
চলেছে কোথায় একাকী কোন সীমাহীন দূরে?
বৈঠাহীন নৌকায় পানিশূন্য নদীর কিনারা বেয়ে
ভাসিয়ে নিয়ে যাবে কি স্বপ্নময় একাকীত্বের দেশে?
বিষণ্ণময় স্বপ্নটাও আর আসে না আজকাল
হৃদয় মাঝে স্মৃতির শূন্যতা,বড়ই কচকচ করে
অধরা শূন্য অনুভূতিগুলো তামাশা করে দূরে
গ্রাস করে অস্তিত্বহীনতার এক তমসাচ্ছন্ন বোধ
অনেক কিছুই ছিল চাওয়া পাওয়ার
সবগুলিই শূন্যতার মাঝ নদীতে আজ নিমজ্জিত
শূন্যতা নিয়েই চলে যাব চিরতরে, শূন্য হয়ে
অবশেষ ছেড়ে স্মৃতির আখ্যান,
কুয়াশামাখা আধো-অন্ধকার ভোরে, ঘুমে আচ্ছন্ন মন
নাতিদীর্ঘ ঘুমের মাঝে হঠাৎ জেগে দেখি
ঘরে-বাইরে আলো-আঁধারির দোলাচল
আর জানালার বাইরের বীভৎস কালিমালিপ্ত কুয়াশার চাদর।
প্রকাশের সময়:২৪/১০/২০১৭, ১০:৫০ মি: