মন এক অবুঝ পহেলী
মন এক অবুঝ পহেলি
একাকীত্বের ছোঁয়া এখনও স্পর্শ করেনি
তবুও ঠাসা ভিড়ের মাঝে খুঁজে পায় নিজেকে
নিঃসঙ্গতার নৌকায় একাকী
কিন্তু,
বড়ই অদ্ভুত লাগে দেখে,
একাকীত্ব যখন
পরিবেষ্টিত অনপেক্ষিত ভিড়ের মাঝে।
একাকীত্বের ছোঁয়া এখনও স্পর্শ করেনি
তবুও ঠাসা ভিড়ের মাঝে খুঁজে পায় নিজেকে
নিঃসঙ্গতার নৌকায় একাকী
কিন্তু,
বড়ই অদ্ভুত লাগে দেখে,
একাকীত্ব যখন
পরিবেষ্টিত অনপেক্ষিত ভিড়ের মাঝে।
কখনো কখনো বিনা কারণ,
উদ্দেশহীন প্রদক্ষিণ করে বৃত্তাকারে
অজানা চিন্তার পরিপার্শ্বে।
কখনো কখনো খুশিতে পাগল মন
ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলায় চড়ে
যতসব আজগুবি ঘটনাক্রমের স্মরণে।
উদ্দেশহীন প্রদক্ষিণ করে বৃত্তাকারে
অজানা চিন্তার পরিপার্শ্বে।
কখনো কখনো খুশিতে পাগল মন
ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলায় চড়ে
যতসব আজগুবি ঘটনাক্রমের স্মরণে।
অসহ্য লাগে তার অযথা বকবকানি
কিন্তু নিরুপায়,
সেও মালিক তার স্বতন্ত্র ধারার
অন্ত-ভাবনার বহিঃপ্রকাশ তারও সম-অধিকার।
কিন্তু নিরুপায়,
সেও মালিক তার স্বতন্ত্র ধারার
অন্ত-ভাবনার বহিঃপ্রকাশ তারও সম-অধিকার।
প্রকাশের সময়:০৬/১০/২০১৭, ০৬:৫৯ মি: