এক স্ত্রীর কিছু কথা
এক স্ত্রীর কিছু কথা
সমগ্র বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে
"হে মনুষ্য,
(তোমরা) মহানতার আদর্শ মুরত
যার সন্দেহের নেই কোন অবকাশ,
আমি এক অবলা নারী
ভেবে দেখো,
যুগযুগ ধরেই স্থির, চিরস্থির
অচল ঘড়ির কাঁটার মতন নিজস্থানে।
সমগ্র বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে
"হে মনুষ্য,
(তোমরা) মহানতার আদর্শ মুরত
যার সন্দেহের নেই কোন অবকাশ,
আমি এক অবলা নারী
ভেবে দেখো,
যুগযুগ ধরেই স্থির, চিরস্থির
অচল ঘড়ির কাঁটার মতন নিজস্থানে।
সে স্থান না আগে না পিছে
যেখানে থাকার কথা সেখানেই দাঁড়িয়ে
না তোমাদের আগে
না তোমাদের পিছে
না উপর, না নীচে
ব্যাস বৃত্তের পরিধির ভেতরেই নিজের পৃথিবী "।
যেখানে থাকার কথা সেখানেই দাঁড়িয়ে
না তোমাদের আগে
না তোমাদের পিছে
না উপর, না নীচে
ব্যাস বৃত্তের পরিধির ভেতরেই নিজের পৃথিবী "।
মনুষ্যের মনুষ্যত্বের বাছবিচার না করেই
স্বল্প লোভের তাড়নায়,
ছিটকে, দিকভ্রষ্ট হয়ে
অধিষ্ঠিত হয়েছি দেবীর বেদীতে
সাড়ম্বরে পূজিত হয়েছি যুগে যুগে,
কখন মা দুর্গার রূপে
কখনও মা কালী রূপে,
গর্ব হত
কিন্তু পরক্ষনেই ধর্ষিত হয়েছি নির্মমভাবে
আপনজনের হাতে
কখনও অপরিচিতদের লোলুপ দৃষ্টিতে
তবুও আমি বেঁচে
অচল ঘড়ির কাঁটার মতন
এখনও স্থির
বৃত্তের পরিধির অন্তরালে।
স্বল্প লোভের তাড়নায়,
ছিটকে, দিকভ্রষ্ট হয়ে
অধিষ্ঠিত হয়েছি দেবীর বেদীতে
সাড়ম্বরে পূজিত হয়েছি যুগে যুগে,
কখন মা দুর্গার রূপে
কখনও মা কালী রূপে,
গর্ব হত
কিন্তু পরক্ষনেই ধর্ষিত হয়েছি নির্মমভাবে
আপনজনের হাতে
কখনও অপরিচিতদের লোলুপ দৃষ্টিতে
তবুও আমি বেঁচে
অচল ঘড়ির কাঁটার মতন
এখনও স্থির
বৃত্তের পরিধির অন্তরালে।
প্রকাশের সময়:০৮/১০/২০১৭, ০৭:৫৩ মি: