অসহায় সুদক্ষ সহিস, 
অদম্য সময়ের টাট্টু ঘোড়া
নিয়ন্ত্রনের বাহিরে সময়
চক্রাকারে ছুটে চলেছে বিনা চাবুকের ভয়ে
টিমটিমে জ্বলে জীবনের অন্তিম মশাল
পেছনে ফেলে আসা তমসাচ্ছন্ন অতীত 
আর সামনে অনিয়ন্ত্রিত বর্তমান!
শেকড় গেঁথেছে ভয় মনের বেশ গভীরে,
প্রত্যুত্তরে দিনের শেষে অল্পসল্প প্রাপ্তি খুশি
বেঁচে থাকার রসদ।
জন্মের সাথে মৃত্যুর অটল অঙ্গীকার 
বেঁচে থাকার লোভে নিত্য ভ্রম ও লালসার জন্ম মনে 
স্রষ্টার কাছে মাথা নতে  বাধ্য মানব নিজের প্রয়োজনে 
ভীত সন্ত্রত হৃদয় সহসা শঙ্কিত নিত্য নতুন অভিশঙ্কায়
ধীরে ধীরে মৃত্যুবাণের প্রতিরোধের খোঁজে 
অমরত্বের ঠুনকো বাসনায়   
ঢলে পড়ে মন পূজা অর্চনা ও উপাসনায় 
যদিও সকলেরই জানা শেষ পরিণতি 
হয়তো চিতায় ভস্ম চিরতরে
নতুবা দুগজ মাটিতে ঠুনকো আশ্রয়।
সময় এক চরম বাস্তব
মায়ার সংসারে শুধু ঐন্দ্রজালিক প্রকোপ 
আর মৃত্যু এক চিরসত্য
সময়ের গভীর ষড়যন্ত্রের শিকার মাত্র।