অভিমানে  হেঁটে গেছিলাম বেশ কিছুদূর
ভেসে গেছি খরস্রোতা অশ্রু বানে
চেষ্টা করেছিলাম প্রাণপণে বাঁচতে, 
ঠুনকো অবলম্বনে   
আলতো টোকা দিয়েছিলাম হৃদয়-পুরীর সদর দরজাতে  
কিন্তু খোলেনি সে দরজার বজ্র আঁটুনি 
বিচ্ছেদের রাত্রি, কষ্টে বিভোর
গুঞ্জন কানাকানি, ফিসফাস আলাপসালাপ । 
মৃত্যু লেখা আছে কি বিধাতার খাতায়?  
বড়ই নাজুক মন, 
ছুঁয়ে দেখো কেউ অবেলায়
লজ্জাবতীর ন্যায় নেতিয়ে পড়ব শরমে। 
হাসি ঠাট্টা তামাসার ছলে প্রতিশোধ
বেশ তো ছিল!! 
বিরহের দহনে এলোমেলো একান্ত জীবন  
করুণার মতো তৃষ্ণা মেটাতে ব্যস্ত 
এক-বুক দয়ামায়া ছিল হৃদে 
শুষ্ক আজি অভিমানে।
বুঝিনা কোনও যুক্তিতর্ক শুধু আবেগের দাস
ঠুনকো তাসের ঘরে লুকিয়ে একরাশ হতাশা, 
এগিয়ে চলি গহীন তমসা-ছন্ন রাতে একাকী 
পেছনে এক মস্ত বহর ক্রমশ ঘিরে ফেলে।
জীবনের শেকড় বিস্তৃত হয়েছে গভীর পর্যন্ত
ঠুনকো অভিমানের পাহাড় বুকে বেঁধে লাভ কি
সামনে নতুন, বরণ করায় শ্রেয় হবে
ভুলে মিথ্যা সব মান-অভিমান।