কুয়াশার দাপট
এখনও চলছে কুয়াশার দাপট
সগৌরবে মনে ও বাতাবরণে
বাধ্যকতা মূলক আলোচনা সভা
অংশগ্রহণ করব কিনা সাঁতপাঁচ ভাবছি
সাইকেলের চাকাটি অকেজো পড়ে আছে
সেই পরশু থেকে
মেঘলা আকাশ, শিগ্রি পা চালানো শ্রেয়
শীতের বৃষ্টি বড্ড কষ্টদায়ক।
সগৌরবে মনে ও বাতাবরণে
বাধ্যকতা মূলক আলোচনা সভা
অংশগ্রহণ করব কিনা সাঁতপাঁচ ভাবছি
সাইকেলের চাকাটি অকেজো পড়ে আছে
সেই পরশু থেকে
মেঘলা আকাশ, শিগ্রি পা চালানো শ্রেয়
শীতের বৃষ্টি বড্ড কষ্টদায়ক।
কলম্বাসের স্বপ্ন এখনও অধরা
ভারত বিজয় হয়ে ওঠেনি তার, আফসোস
পাকাবুড়ির দাঁতে পানের ছোপ ছোপ দাগ
খুশি মনে দাঁড়িয়ে ভোটের লাইনে
টুপ করে বোতাম টিপে দিলেই কেল্লা ফতে
গণত্রান্তিক অধিকার থাকবে তার অটুট ।
ভারত বিজয় হয়ে ওঠেনি তার, আফসোস
পাকাবুড়ির দাঁতে পানের ছোপ ছোপ দাগ
খুশি মনে দাঁড়িয়ে ভোটের লাইনে
টুপ করে বোতাম টিপে দিলেই কেল্লা ফতে
গণত্রান্তিক অধিকার থাকবে তার অটুট ।
ধীরে ধীরে নিঃশেষিত হচ্ছে আপনত্ব
সমাজের শক্ত বাঁধনে আলগা ভাব
মায়ের মত অপত্য স্নেহ পেতে
পৃথিবী আগলে রাখুক সব ভাবনাগুলো
ভালো মন্দ থেকে।
সমাজের শক্ত বাঁধনে আলগা ভাব
মায়ের মত অপত্য স্নেহ পেতে
পৃথিবী আগলে রাখুক সব ভাবনাগুলো
ভালো মন্দ থেকে।
এখনও চলছে কুয়াশার দাপট
একটু সাবধানে।
একটু সাবধানে।
প্রকাশের সময়:১১/০১/২০১৮, ০৬:৩৯ মি: