প্রলেপ লেপাও বাকি
ঘুণাক্ষরেও ভাবিনি কোনদিন
এমনই বয়ে যাবে মন আঙিনায় ঝড়
ফাগুনের তাপে, নিভু আগুনে
বখাটে, বজ্জাত ক্ষণগুলোও
আলতো টোকা দেয় হৃদমাঝরে
এলোমেলো সর্বত্র,
জঞ্জালে পরিপূর্ণ নয়নের পরিপার্শ্ব
চূর্ণবিচূর্ণ ছোট্ট ছোট্ট চাওয়া-পাওয়াগুলো
অক্ষি-যুগলে এখনও আধমাখা অর্ধস্বপ্ন
বৈঠকখানায় ধুলোমাখা মেঝেতে গড়াগড়ি খায়
বাস্তবের আলোর ছিটে লাগেনি মনে
টকটকে সোনালী রঙের প্রলেপ লেপাও বাকি।
এমনই বয়ে যাবে মন আঙিনায় ঝড়
ফাগুনের তাপে, নিভু আগুনে
বখাটে, বজ্জাত ক্ষণগুলোও
আলতো টোকা দেয় হৃদমাঝরে
এলোমেলো সর্বত্র,
জঞ্জালে পরিপূর্ণ নয়নের পরিপার্শ্ব
চূর্ণবিচূর্ণ ছোট্ট ছোট্ট চাওয়া-পাওয়াগুলো
অক্ষি-যুগলে এখনও আধমাখা অর্ধস্বপ্ন
বৈঠকখানায় ধুলোমাখা মেঝেতে গড়াগড়ি খায়
বাস্তবের আলোর ছিটে লাগেনি মনে
টকটকে সোনালী রঙের প্রলেপ লেপাও বাকি।
* অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরার উপায় আছে।
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।
প্রকাশের সময়:২১/০২/২০১৮, ১৯:০৮ মি: