প্রয়াস
এক টুকরো কিরণই যথেষ্ট
জীবনে পাতায় আলো ভরে দিতে
আস্ত সূর্যের আলোর লালচে
জীবনকে প্রতিনিয়ত জ্বালিয়ে লাভ কি?
জীবনে পাতায় আলো ভরে দিতে
আস্ত সূর্যের আলোর লালচে
জীবনকে প্রতিনিয়ত জ্বালিয়ে লাভ কি?
ঝোড়ো বাতাসে নিভেছে অনেক দিয়া
অনুরোধ রাখি গর্বিত বাতাস তোমায়
নিভিয়েছো তো অনেক
পারবে কি জ্বালাতে কোনও দীপক?
একবার প্রয়াস করে দেখতেই পারো।
অনুরোধ রাখি গর্বিত বাতাস তোমায়
নিভিয়েছো তো অনেক
পারবে কি জ্বালাতে কোনও দীপক?
একবার প্রয়াস করে দেখতেই পারো।
প্রকাশের সময়:২৩/০২/২০১৮, ১৭:৩৯ মি: