অভিমানী কুতুবমিনার
একদিন লাল পাথরে লাগবে কলঙ্ক
অভিমানী কুতুবমিনার
তার পদতলের অনামি কবরবাসীগণ
অতিষ্ঠ বেপরোয়া জনসমাগমের ভিড়ে
আর সহ্যহীন সেলফির দৌরাত্ম্যে ।
ক্রমাগত পদধ্বনির শব্দে নিদ্রাহীন দিবারাত্র
ইহলোকের মায়া সেই কবেই কেটেছে
পরলোকের বিচারের এখনও দেরি
শেষ অপেক্ষায় কেয়ামতের
জাহান্নামের আগুনে পোড়ার আগে
একটু নিরিবিলি
আর একটু শান্তি কি কাম্য নয়?
অভিমানী কুতুবমিনার
তার পদতলের অনামি কবরবাসীগণ
অতিষ্ঠ বেপরোয়া জনসমাগমের ভিড়ে
আর সহ্যহীন সেলফির দৌরাত্ম্যে ।
ক্রমাগত পদধ্বনির শব্দে নিদ্রাহীন দিবারাত্র
ইহলোকের মায়া সেই কবেই কেটেছে
পরলোকের বিচারের এখনও দেরি
শেষ অপেক্ষায় কেয়ামতের
জাহান্নামের আগুনে পোড়ার আগে
একটু নিরিবিলি
আর একটু শান্তি কি কাম্য নয়?
প্রকাশের সময়:০৪/০২/২০১৮, ১১:১১ মি: