অমূল্য সম্পদ
রাতজাগা অনেক পাখি এখনও ফেরেনি ঘরে
সকালের সোনালী রোদ্দুর মগন শাস্ত্রীয় ধুনে
মধ্যযুগীয় আলোয় উদ্ভাসিত আধুনিক ইতিহাস
প্রদর্শনীর কোণে অবহেলিত সংক্ষিপ্ত তথচিত্র
নীরবে বলে যায় অনেক মরুঝড়ের কাহিনী
যন্ত্রমানবের এত প্রচলন ছিল না আগে,
আগামীতে বিয়ের পিঁড়িতে বসা স্রেফ সময়ের অপেক্ষা।
গত কদিনেই হইহই করে বেড়েছে অনেকখানি বয়স
সল্পদীর্ঘ জীবনের অনুযোগের ব্যাখ্যান উপন্যাসের পাতায়
পথভ্রষ্ট মনের ভ্রমরেরা পাড়ি জমায় নিষিদ্ধ বনে
এখনও সপ্রতিভ চিন্তাধারা জীবনের অমূল্য সম্পদ
শুধুমাত্র একটিই শিক্ষা নিয়েছি ধার জীবন থেকে
শত প্রতিকূলতার মাঝেও বাঁচতে শেখার অদম্য জেদ।
সকালের সোনালী রোদ্দুর মগন শাস্ত্রীয় ধুনে
মধ্যযুগীয় আলোয় উদ্ভাসিত আধুনিক ইতিহাস
প্রদর্শনীর কোণে অবহেলিত সংক্ষিপ্ত তথচিত্র
নীরবে বলে যায় অনেক মরুঝড়ের কাহিনী
যন্ত্রমানবের এত প্রচলন ছিল না আগে,
আগামীতে বিয়ের পিঁড়িতে বসা স্রেফ সময়ের অপেক্ষা।
গত কদিনেই হইহই করে বেড়েছে অনেকখানি বয়স
সল্পদীর্ঘ জীবনের অনুযোগের ব্যাখ্যান উপন্যাসের পাতায়
পথভ্রষ্ট মনের ভ্রমরেরা পাড়ি জমায় নিষিদ্ধ বনে
এখনও সপ্রতিভ চিন্তাধারা জীবনের অমূল্য সম্পদ
শুধুমাত্র একটিই শিক্ষা নিয়েছি ধার জীবন থেকে
শত প্রতিকূলতার মাঝেও বাঁচতে শেখার অদম্য জেদ।
প্রকাশের সময়:১২/০৩/২০১৮, ১৯:৩২ মি: