বাস্তব চিত্রপট
"ভাঙা পুলের জংধরা রডগুলোর আর্তনাদ ক্রমেই ক্ষীণ হয়ে আসে
রক্ত মাখা স্রোত ঝর্ণার জলে
কেউ কেউ অবশ্য ব্যস্ত সেলফিতে, প্রকৃতির অপূর্ব রূপ দেখে
হাসপাতালের মেঝেয় সারিসারি সাজানো লাশ শনাক্তকরণের অপেক্ষায়
এক ছোট্ট বালকের ভাঙা গলায় কান্না এখন একটু স্তিমিত----"
রক্ত মাখা স্রোত ঝর্ণার জলে
কেউ কেউ অবশ্য ব্যস্ত সেলফিতে, প্রকৃতির অপূর্ব রূপ দেখে
হাসপাতালের মেঝেয় সারিসারি সাজানো লাশ শনাক্তকরণের অপেক্ষায়
এক ছোট্ট বালকের ভাঙা গলায় কান্না এখন একটু স্তিমিত----"
চিত্রকরের ঠোঁটে তৃপ্তির হাসি,
যাক এক জব্বর ভাবনার বহিঃপ্রকাশ মনে
এখন শুধু চিত্রে ফুটিয়ে তোলার প্রয়োজন
আর মুঠোমুঠো পদকপ্রাপ্তি সময়ের অপেক্ষা মাত্র।
যাক এক জব্বর ভাবনার বহিঃপ্রকাশ মনে
এখন শুধু চিত্রে ফুটিয়ে তোলার প্রয়োজন
আর মুঠোমুঠো পদকপ্রাপ্তি সময়ের অপেক্ষা মাত্র।
প্রকাশের সময়:১৬/০৩/২০১৮, ২০:৩৩ মি: