Image result for without you
ছবি - সংগৃহীত 
হঠাৎ সেদিন দেখা গোধূলি লগ্নে
আলতা দুধ সাদা পোশাক ছিল অঙ্গে
সোনালী আভায় মানিয়েও-ছিল বেশ।
কানের দুলজোড়া দুলছিল আপন মনে
সৌন্দর্য্যের মাধুরী ঝরছিল অঙ্গে অঙ্গে
ঝরছিল আঁধার কালো ঝর্না কেশ বেয়ে ।
ব্যস্ত ছিলে মুঠোফোনের সুমধুর সংগীতে
সহাস্যে ডেকেছিলাম হাতছানি দিয়ে
মজেছিলাম তোমার মায়াবী চাহনিতে।
হেডফোন কানে গুঁজে চলার প্রতিফল
মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল কিছু পরেই
খবরের শিরোনামে ছেপেছিল ঘটনাটি।
নিঃশব্দে ঝরেছিল অজস্র অশ্রু বিন্দু
অনুভব করছিলাম চাপা ব্যাথা অতল হৃদয়ে।
আজও তৃষ্ণার্ত চাতকের মত খুঁজে ফিরি
সব পথের শেষ নিত্য নতুনভাবে,
বেঁচে থাকার মিথ্যা অভিনয় তুমি বিহনে।
আজও চেয়ে থাকি নিস্পলক সেদিকে
বাস স্টপটি বড্ড খালি খালি লাগে
হ্যাঁ, সেদিনই ছিল শেষ দেখা।