Image result for love at old age
ছবি - সংগৃহীত 
*****আজকের কবিতাটি সেই সমস্ত অভাগা বৃদ্ধ বৃদ্ধাকে উৎসর্গ করা হচ্ছে যাঁরা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হন******

মেঘের আড়ালে দিন যে প্রায় শেষ
তুমি মুচকি হাসো জীবন যুদ্ধে একাকী ছেড়ে
পতিদাহের চল ছিল না কোন কালেই
হলে হয়তো, সহমরণও বেশ আকর্ষণীয় হতো!!
একাকীত্বকে এক লহমায় মুছে দিতে ইচ্ছে করে
বয়সের সাথে সাথে বেড়ে যায় গন্তব্যের অমিল যোগ
চারিদিকে চির সবুজের ভীড়
তুমি বিনা কি আর আসতে নেই জীবনে পুনঃভালোবাসা?
জানি না ভালোবাসার নির্দিষ্ট সময় আছে কি না?
ভালোবাসা কি আলতো টোকা দিতে পারে বার্ধক্যেও?
হয়তো বা কড়া নাড়তেও পারে অকাল বসন্তেও
ভালোবাসার রঙটাই যা একটু আলাদা
কখনো টুকটুকে লাল, কখনো বা রাধাচূড়া হলুদ
বসন্তের উত্তাপ মনে কবে যে লাগে? কি জানি?
ডায়েরির পাতায় সাজানো সুপ্ত বাসনার দীর্ঘ তালিকা 
সে পায় বাস্তবের রূপ
মৃত সম্পর্কের নাম নিয়ে বিব্রত বোধে নেই লাভ
সময়ের তরঙ্গে জীবনের উত্থান পতন
ক্ষতবিক্ষত জর্জরিত করে
রক্তাক্ত জীবনের সব অভিমান।
ভালোবাসার অধিকার তো সবারই আছে
অধিকার আছে পুনঃ গুছিয়ে নেওয়ার
শিখিনি শুধু ভাবতে সীমিত পরিধির ওপারে
হৃদয়ের গভীরতার মাপ যন্ত্র আছে কি?
হোক না বার্ধক্য জীবন সাথী ।
এত বছরের জমানো ইচ্ছেগুলো ডানামেলে বিহঙ্গের মত
এত বছরের একাকীত্বের পর
বার্ধক্যে কি খুঁজে পাওয়া যায় না জীবন সঙ্গী?
নতুন করে হাতে হাত রেখে ছায়াপথ হয়ে হাঁটার প্রচেষ্টা
ঝরে যাবে মনের কোণের শুকনো পাতার স্তুপ
চারটি পা এগোবে আপন মনে পরমানন্দে
জড়িয়ে ধরে পরস্পরের হাতের শক্ত বন্ধন।
আসুক না ভালোবাসা আরও একবার!!

প্রকাশের সময়:১১/০৬/২০১৮, ১৩:১৪ মি: