অনু কবিতা 30
- এম ওয়াসিক আলি
অবাধ্য ঘোমটার আড়ালে
লুকিয়ে ক্ষণস্থায়ী হিক্কার
বজ্রনিনাদে ঝালাপালা কান
অশনি সংকেত ঈশান কোণে
আরও এক কালবৈশাখীর
আগমন শিয়রে।
লুকিয়ে ক্ষণস্থায়ী হিক্কার
বজ্রনিনাদে ঝালাপালা কান
অশনি সংকেত ঈশান কোণে
আরও এক কালবৈশাখীর
আগমন শিয়রে।
প্রকাশের সময়:২৮/০৮/২০১৮, ১৬:৩২ মি: