তারপরেও যদি
তারপরেও যদি আসে অসময়ের বৃষ্টি
সিঁদুরি মেঘের বুক চিরে?
ইচ্ছেরা কি এখনও
ভেসে যায় দুরের উজানে,
নগ্ন পায়ে হেঁটেছি কতদিন
ছুঁয়েছি কিনারার নোনাজল
কিছু মিষ্টি, সোনালী ক্ষণ
এখনও তালু-বন্দী, সযত্নে।
ভাবছি ভিজবো কিনা
শুধু, একলা আমি
অসমাপ্ত বর্ষণের শেষ পশলায়।
আর জ্বলে না সাঁঝের তারা
সাথী কেবলই রাতের প্রহর
আর এক প্রশ্নচিহ্ন
ড্যাবড্যাবে তাকিয়ে থাকে,
বড্ড মায়া লাগে।

ভেসে যায় দুরের উজানে,
নগ্ন পায়ে হেঁটেছি কতদিন
ছুঁয়েছি কিনারার নোনাজল
কিছু মিষ্টি, সোনালী ক্ষণ
এখনও তালু-বন্দী, সযত্নে।
ভাবছি ভিজবো কিনা
শুধু, একলা আমি
অসমাপ্ত বর্ষণের শেষ পশলায়।
আর জ্বলে না সাঁঝের তারা
সাথী কেবলই রাতের প্রহর
আর এক প্রশ্নচিহ্ন
ড্যাবড্যাবে তাকিয়ে থাকে,
বড্ড মায়া লাগে।
প্রকাশের সময়:১৪/০৮/২০১৮, ১৫:৪২ মি: