জীবন দর্শন
চলার পথে ছোট্ট ছোট্ট অন্তরায়
প্রায়ই কেঁদে ফেলে ভয়াতুর মন।
প্রচণ্ড ঝড়ে, তুফানের কবলে,
সুখ-দুখের উঁচু-নিচু ঢেউয়ে
নিস্তেজ হয়েছে প্রাণবন্ত দেহ-মন।
আত্মতুষ্টির মায়াবী সুরে
মোহজালের মিথ্যা ভ্রমে
নষ্ট হয়েছে বহু মূল্যবান সময়
আর হারিয়েছে সব ছোট্ট ছোট্ট পল।
নিঃশব্দ বিপ্লবই শুধু,
এখন বেঁচে থাকার একমাত্র পণ।
প্রায়ই কেঁদে ফেলে ভয়াতুর মন।
প্রচণ্ড ঝড়ে, তুফানের কবলে,
সুখ-দুখের উঁচু-নিচু ঢেউয়ে
নিস্তেজ হয়েছে প্রাণবন্ত দেহ-মন।
আত্মতুষ্টির মায়াবী সুরে
মোহজালের মিথ্যা ভ্রমে
নষ্ট হয়েছে বহু মূল্যবান সময়
আর হারিয়েছে সব ছোট্ট ছোট্ট পল।
নিঃশব্দ বিপ্লবই শুধু,
এখন বেঁচে থাকার একমাত্র পণ।
প্রকাশের সময়:১৫/১০/২০১৮, ১৪:১৬ মি: