উভয়সঙ্কট

এডমিন
0

এক চক্র,ছোটে রথের আগে আগে
আরেকটি ঘুরতে থাকে বিন্দুর চারিপাশে
একের বাসনা আকাশ ছোঁয়ার
অন্যটি দাড়িয়ে মাটি কামড়ে।

একের সংকল্প অনড়-অবিচল
অপরটি ভাবে হাতে অনেক সময়
একের চোখে হাজারো স্বপ্নের আনাগোনা
অপরের চোখে অনন্ত-নিদ্রা।

মন আর বিবেক নামক চক্রদ্বয়
উভয়ের পথ আলাদা-আলাদা, ভিন্ন
বেচারা শরীর, অসহায় রথ,
কার শোনে আর কারই বা হাত ধরে!! 

যদি এক হয়
মনের দিশা -বিবেকের গতি,
মনের কল্পনা -বিবেকের তরঙ্গ
আর সম্মলিত পরিকল্পনা
তবেই পথিক খুঁজে পায়
আকাঙ্ক্ষিত সাফল্যের দুয়ার।

প্রকাশের সময়:২৩/১০/২০১৮, ১৪:৪৩ মি:

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !