রসদ
সত্যি বলছি,
সহজ সরল ছিল না
অনেক সংঘর্ষ-পূর্ণ ,
এবড়ো খেবড়ো পঙ্কিল ছিল।
সময়ের সাথে লুকোচুরির অদ্ভুত খেলায়
মগন ছিল বোহেমিয়ান জীবন,
চেষ্টা করেছি প্রতিনিয়ত
নিজেকে বদলানোর!
আফসোস,কিছুই বদলায়নি,
কিন্তু আশ্চর্য লাগে
সেই কালের স্রোতেই
বদলে গেছে সব চিন্তাধারা।
বড়ই অদ্ভুত এ জীবন!
আজ পুরোনোর মাঝেই
খুঁজে পেয়েছি বাঁচার সব রসদ।
সহজ সরল ছিল না
অনেক সংঘর্ষ-পূর্ণ ,
এবড়ো খেবড়ো পঙ্কিল ছিল।
সময়ের সাথে লুকোচুরির অদ্ভুত খেলায়
মগন ছিল বোহেমিয়ান জীবন,
চেষ্টা করেছি প্রতিনিয়ত
নিজেকে বদলানোর!
আফসোস,কিছুই বদলায়নি,
কিন্তু আশ্চর্য লাগে
সেই কালের স্রোতেই
বদলে গেছে সব চিন্তাধারা।
বড়ই অদ্ভুত এ জীবন!
আজ পুরোনোর মাঝেই
খুঁজে পেয়েছি বাঁচার সব রসদ।
প্রকাশের সময়:০৪/১০/২০১৮, ২০:৫৮ মি: