প্রথম কান্না - এম ওয়াসিক আলি
ক্লান্ত আঁখিজোড়া আজও লোভী
অধিকার ছিল না কোনো দিনই
তবুও দেখেছি অপলক দৃষ্টিতে।
অধিকার ছিল না কোনো দিনই
তবুও দেখেছি অপলক দৃষ্টিতে।
মনে মনে ভাবি হয়তো বৃথায় গেল জীবন
নতুন করে আর খুঁজে নিতে ইচ্ছে করে না,
তবুও মনে হয় একান্তই আপন কেউ,
আজও আছে, যারে খুঁজিনি কখনোই।
নতুন করে আর খুঁজে নিতে ইচ্ছে করে না,
তবুও মনে হয় একান্তই আপন কেউ,
আজও আছে, যারে খুঁজিনি কখনোই।
বেশ কদিন যাবৎ মনটা বড্ড ভারী
ভেবেছি একদিন দিনের আলোর শেষে
আলো আঁধারীর সন্ধিক্ষণে
ভাঙা একতারাটি শূন্য ছুঁড়ে, খুব কাঁদবো!!
সে কান্না হবে ইতিহাসের সাক্ষী
কাঁদবে সমগ্র আকাশ-বাতাস, সূর্য, চন্দ্র-তারা
আকাশ ভেঙে! ঝরঝরে নেমে আসবে অশ্রুধারা,
ঠিক যেন হরপা বানের মত।
আর ছেড়া ডাইরির পাতায় লিখে রাখবো
প্রথম কান্নার পুঙ্খানুপুঙ্খ বৃত্তান্ত।।
ভেবেছি একদিন দিনের আলোর শেষে
আলো আঁধারীর সন্ধিক্ষণে
ভাঙা একতারাটি শূন্য ছুঁড়ে, খুব কাঁদবো!!
সে কান্না হবে ইতিহাসের সাক্ষী
কাঁদবে সমগ্র আকাশ-বাতাস, সূর্য, চন্দ্র-তারা
আকাশ ভেঙে! ঝরঝরে নেমে আসবে অশ্রুধারা,
ঠিক যেন হরপা বানের মত।
আর ছেড়া ডাইরির পাতায় লিখে রাখবো
প্রথম কান্নার পুঙ্খানুপুঙ্খ বৃত্তান্ত।।
প্রকাশের সময়:১২/০১/২০১৯, ০৮:৫৪ মি: