ফাঁসি কাঠের দীর্ঘশ্বাস - এম ওয়াসিক আলি
প্রতিটি রাতের শেষ প্রহরের অলীক স্বপ্ন
সত্য কতটা যুক্তিযুক্ত আর ভাবতে ইচ্ছে করে না
অর্ধদগ্ধ হাতের নিপুণ আলপনায়
ফুটে ওঠে যন্ত্রণার রক্তাক্ত কালো দিকগুলো
অপরিপক্ক রেখাগুলো ক্রমশই ধেয়ে আসে
বিনা বাধায় গ্রাস করে জীবনের শেষ আশ
অহরহ অভিযোগ উঠেছে মহানগরীর বুকে
বিকৃতির স্বপ্নের দেখা মেলে ভুড়িভুঁড়ি
চার দেওয়ালের মায়া ত্যাগ করে
আজগুবি কল্পনা এগিয়ে যায় হনহন করে
একটু রঙিন, তবে কালো চশমায় বেশ স্বচ্ছ
একেবারে অন্তিমলগ্নে দেখা দেয় হলুদ ডোরাকাটা দাগ
সে দাগে জন্ম নেয় এক ভয়ানক কায়া
অতি ভয়াবহ চেহেরা, তবে বেশ উপভোগ্য
শক্তপোক্ত দড়ির খোঁজে তোলপাড় করে সারা শহর
অনেক অপমৃত্যুর দেখা এখনও বাকি
ভোরের আলো ফোটার আগেই সেই বিকট অট্টহাসি
যথারীতি ফাঁসির দড়িতে ঝুলে এক জীবন্ত লাশ
আর লুকোনো যায় না ফাঁসি কাঠের দীর্ঘশ্বাস।
সত্য কতটা যুক্তিযুক্ত আর ভাবতে ইচ্ছে করে না
অর্ধদগ্ধ হাতের নিপুণ আলপনায়
ফুটে ওঠে যন্ত্রণার রক্তাক্ত কালো দিকগুলো
অপরিপক্ক রেখাগুলো ক্রমশই ধেয়ে আসে
বিনা বাধায় গ্রাস করে জীবনের শেষ আশ
অহরহ অভিযোগ উঠেছে মহানগরীর বুকে
বিকৃতির স্বপ্নের দেখা মেলে ভুড়িভুঁড়ি
চার দেওয়ালের মায়া ত্যাগ করে
আজগুবি কল্পনা এগিয়ে যায় হনহন করে
একটু রঙিন, তবে কালো চশমায় বেশ স্বচ্ছ
একেবারে অন্তিমলগ্নে দেখা দেয় হলুদ ডোরাকাটা দাগ
সে দাগে জন্ম নেয় এক ভয়ানক কায়া
অতি ভয়াবহ চেহেরা, তবে বেশ উপভোগ্য
শক্তপোক্ত দড়ির খোঁজে তোলপাড় করে সারা শহর
অনেক অপমৃত্যুর দেখা এখনও বাকি
ভোরের আলো ফোটার আগেই সেই বিকট অট্টহাসি
যথারীতি ফাঁসির দড়িতে ঝুলে এক জীবন্ত লাশ
আর লুকোনো যায় না ফাঁসি কাঠের দীর্ঘশ্বাস।
কবিতাটি ৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২২/১২/২০১৮, ২০:৩৭ মি:
প্রকাশের সময়:২২/১২/২০১৮, ২০:৩৭ মি: