মধুছন্দা
হিজিবিজি আঁকা যত্রতত্র।
ইদানিং লক্ষ্য করছি
চিবুকের ওপাশটা, দগদগে লাল
কেউ কি নীরবে ঝামা ঘষেছে?
বড্ড দেরি হয়ে গেছে
অপেক্ষাগুলো,মেহেন্দি পরে বসে আছে।
ইদানিং লক্ষ্য করছি
চিবুকের ওপাশটা, দগদগে লাল
কেউ কি নীরবে ঝামা ঘষেছে?
বড্ড দেরি হয়ে গেছে
অপেক্ষাগুলো,মেহেন্দি পরে বসে আছে।
নীরব মন! বিরক্তও
ইচ্ছের অনুরোধে ধরেছে রাগ প্রধান গান
কিন্তু মেঘ-মল্লারের ছোঁয়া টুকুও নেই
তবুও করতালিতে মুখরিত বাতাস।
ইচ্ছের অনুরোধে ধরেছে রাগ প্রধান গান
কিন্তু মেঘ-মল্লারের ছোঁয়া টুকুও নেই
তবুও করতালিতে মুখরিত বাতাস।
না অন্য কিছু ভাবছি না আর !
উন্মাদ লাটায়ের সুতো ছিঁড়ে
ঘুড়িটি উড়ে গেছে বহুদূর
খুঁজেও হদিস নেই।
উন্মাদ লাটায়ের সুতো ছিঁড়ে
ঘুড়িটি উড়ে গেছে বহুদূর
খুঁজেও হদিস নেই।
একতারাটা কে যেন সাজিয়ে রেখেছে যতনে
ফিসফিস ছন্দে বাতাস বইছে তারে
উচ্চারণগুলো ক্রমশঃ ফ্যাতারু
তবুও নিডর,নির্লিপ্ত
পলকে ঝপকে ছন্দ পতন হয়েছে
যাবতীয় কু-দোষের
সুর ছন্দ, ঠিকই ফিরে আসবে একদিন!
ফিসফিস ছন্দে বাতাস বইছে তারে
উচ্চারণগুলো ক্রমশঃ ফ্যাতারু
তবুও নিডর,নির্লিপ্ত
পলকে ঝপকে ছন্দ পতন হয়েছে
যাবতীয় কু-দোষের
সুর ছন্দ, ঠিকই ফিরে আসবে একদিন!
মনটা যেন অশেষ মধুচন্দা
কিছুদূর এগিয়ে থমকে গেছে।
কিছুদূর এগিয়ে থমকে গেছে।