লোভের দৌড়
এক মণিখচিত মুকুট
উপযুক্ত মাথার খোঁজে পাগল
অনেক ধূর্ত ওত পেতে আছে
পলকে ঝপকে ছিনিয়ে নিতে
দরকার শুধু এক সুবর্ণ সুযোগ।
উপযুক্ত মাথার খোঁজে পাগল
অনেক ধূর্ত ওত পেতে আছে
পলকে ঝপকে ছিনিয়ে নিতে
দরকার শুধু এক সুবর্ণ সুযোগ।
সকলেই একই জাহাজের সহযাত্রী
নাবিক আচ্ছন্ন কুম্ভকর্ণের ঘুমে
ডুবন্ত জাহাজকে দিশা দেখাবে কে?
নাবিক আচ্ছন্ন কুম্ভকর্ণের ঘুমে
ডুবন্ত জাহাজকে দিশা দেখাবে কে?
লোভের কুফল কি কারও অগোচরে?
হয়তো না কিন্তু
ইঁদুর দৌড়ে সকলেই হাজির ময়দানে
প্রথম হওয়ার লক্ষ্যে ছুটছে
ছোট বড়, উচ-নীচ, সৎ- অসৎ,
অবাল-বৃদ্ধা, ধনবান-নির্ধন
কে নেই সেই দৌড়ে!!
দেখা যায় কে প্রথম হয়!!
হয়তো না কিন্তু
ইঁদুর দৌড়ে সকলেই হাজির ময়দানে
প্রথম হওয়ার লক্ষ্যে ছুটছে
ছোট বড়, উচ-নীচ, সৎ- অসৎ,
অবাল-বৃদ্ধা, ধনবান-নির্ধন
কে নেই সেই দৌড়ে!!
দেখা যায় কে প্রথম হয়!!
যুদ্ধ শেষে, সামনে শুধুই শূন্যতা।