জন্মদিন

এডমিন
0

আজ যে আমার জন্মদিন!
 
বেশ ভালোই ভালোই কাটুক
কথাগুলো শুনেছিলাম আধো আধো ঘুমের ঘোরে
ঘুম ভেঙে ভাবুক হয় গেলাম
সত্যি তো আজকে আমার শুভ জন্মদিন।
খুশি হলাম, দুঃখও পেলাম
আগামীতে প্রতিদিন সূর্য আমাকে
করাতের মত ক্ষত-বিক্ষত করবে
মমতায় দোহা দিয়ে আমার সারা দেহে
প্রকৃতির চুলচেরা বিশেষণ চলবে
কি পেলাম এই জন্মদিনে?
মৃত্যুর কোলে ঢলে পড়ার সুযোগ না,
জীবন থেকে দূরে চলে যাওয়ার হাতছানি?
বার্ধক্যের মুখোমুখি হতে এক পা এগোলাম।
কোনো একদিন আমিও সবুজ ছিলাম
আজ একটু একটু করে ধুসর পাণ্ডুর হয়েছি
অদ্ভুত সকালে প্রকৃতি কি অকাতরে
সারা দেহে লেপে দিয়েছে গাঢ় কালো সবুজতা
আমার অস্থি,মেদ,মজ্জা,কোষ জুড়ে রয়েছে
হারিয়ে যাওয়া মুক্তির আবেশ
তবুও আমি আনন্দিত!!
মুক্তির এই অনুভূতি ক্ষণিকের
জীবন পথের বাঁকে বাঁকে ছড়িয়ে ছিটিয়ে
অতৃপ্তির লেখচিত্র, তবুও বাঁচতে ইচ্ছে হয়
জানি পৃথিবীর আবর্তনে আবার হয়তো আসবে
এই নতুন সকাল আর সাধের জন্মদিন......

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !