ধ্বংসের সমীপে মনের ট্রয় নগরী
যুগের প্রবাহে মনের গভীরে অজান্তে জন্ম
এক অতিকায় ব্রহ্মরাক্ষসের
বহাল তবিয়তে সুপ্ত লালসা, পিচাশ অভিলাসা
অক্টোপাসের ন্যায় গ্রাস
শিরায় শিরায়, সমগ্র শরীরে
অপমৃত্যু মস্তিকের, ভবঘুরের উদ্দেশ্যহীন জীবন
ভাবনার অকালমৃত্যু, অপহরণ অবশেষের
শক্তিহীন শুভচিন্তা, আজগুবি চিন্তাগুলোর মাথায় ভিড়
শিক্ষার আলো থেকে বিতাড়িত,
হানাহানি, মারামারি, রাহাজানিতে ব্যস্ত
প্রবেশ ঘুটঘুটে অন্ধকারময় জগতে
ঘন অন্ধকার, রুদ্ধ পথ, উদাস মন, বন্ধ শ্বাস
ওষ্ঠাগত প্রাণ, ধুলিস্যাত মানবতা।
এক অতিকায় ব্রহ্মরাক্ষসের
বহাল তবিয়তে সুপ্ত লালসা, পিচাশ অভিলাসা
অক্টোপাসের ন্যায় গ্রাস
শিরায় শিরায়, সমগ্র শরীরে
অপমৃত্যু মস্তিকের, ভবঘুরের উদ্দেশ্যহীন জীবন
ভাবনার অকালমৃত্যু, অপহরণ অবশেষের
শক্তিহীন শুভচিন্তা, আজগুবি চিন্তাগুলোর মাথায় ভিড়
শিক্ষার আলো থেকে বিতাড়িত,
হানাহানি, মারামারি, রাহাজানিতে ব্যস্ত
প্রবেশ ঘুটঘুটে অন্ধকারময় জগতে
ঘন অন্ধকার, রুদ্ধ পথ, উদাস মন, বন্ধ শ্বাস
ওষ্ঠাগত প্রাণ, ধুলিস্যাত মানবতা।
এক অভিশাপ, ধ্বংসের সমীপে মনের ট্রয় নগরী পুনরায়
মহাপুরুষদের বানীর, কর্ণ ভেদ নিষিদ্ধ
জীবন ছোটে নিষিদ্ধ নেশার খোঁজে
ধ্বংসে গোঁড়ায় সভত্যা, মহাপ্রলয় আসন্ন
সমাজ নষ্ট, বিপন্ন জীবন, মানবতার অপমুত্যু
দোষারোপে লাভ নেই, সবাই পথভ্রষ্ট
ভ্রষ্ট মানব জীবন, কয়ামত আসন্ন
অবরুদ্ধ স্বর্গদ্বার, উপচে ভিড় দরবারে
নরকের ভিড়ে ২গজ জমিরও বড় অভাব।
মহাপুরুষদের বানীর, কর্ণ ভেদ নিষিদ্ধ
জীবন ছোটে নিষিদ্ধ নেশার খোঁজে
ধ্বংসে গোঁড়ায় সভত্যা, মহাপ্রলয় আসন্ন
সমাজ নষ্ট, বিপন্ন জীবন, মানবতার অপমুত্যু
দোষারোপে লাভ নেই, সবাই পথভ্রষ্ট
ভ্রষ্ট মানব জীবন, কয়ামত আসন্ন
অবরুদ্ধ স্বর্গদ্বার, উপচে ভিড় দরবারে
নরকের ভিড়ে ২গজ জমিরও বড় অভাব।