সত্য - এম ওয়াসিক আলি
এক কোলাহলহীন শান্ত সকালে
পায়চারী করছিলাম আনমনে
মন থেকে ধেয়ে এল এক প্রশ্ন
হেঁয়ালির সুরে জিজ্ঞাসা করল
জীবন সত্য না স্বপ্নের মায়াজাল?
মৃদু হেঁসে ফেললাম
অজান্তে একটি হাত অপর হাতে নিয়ে
বললাম জীবন স্বপ্নের মতই সত্য
স্বপ্ন পূরণের আর এক নাম জীবন
আর মন, তুমি আমার জীবনের চিরসত্য
বাকী সব.........।
পায়চারী করছিলাম আনমনে
মন থেকে ধেয়ে এল এক প্রশ্ন
হেঁয়ালির সুরে জিজ্ঞাসা করল
জীবন সত্য না স্বপ্নের মায়াজাল?
মৃদু হেঁসে ফেললাম
অজান্তে একটি হাত অপর হাতে নিয়ে
বললাম জীবন স্বপ্নের মতই সত্য
স্বপ্ন পূরণের আর এক নাম জীবন
আর মন, তুমি আমার জীবনের চিরসত্য
বাকী সব.........।