গাছের শাখায় শাখায় কত
নতুন নতুন পাখিগুলো জন্ম নেয়
তারা তো গাছের সন্তান নয় 
তবুও গাছ তাদের নিঃস্বার্থে আশ্রয় দেয় 
তাদের স্নেহের ব্ন্যায় ভরিয়ে দেয় 
আমরা তো আবার ইশ্বরের সেরা সৃষ্টি 
তবে কেন আমাদের চিন্তাভাবনা গাছের মত নয়?
তবে কেন....