মনের দুয়ারে এক অচেনা অতিথি 
দস্তক দিয়ে অপেক্ষামান 
সুপ্ত হৃদয়ের বাগিচায় নতুন মালির আগমন  
হৃদয়ের ঝরনার ঝর ঝর
প্রবাহের গতি তীব্র থেকে তীব্রতর 
তার বহিঃপ্রকাশ মনের খাঁজে 
হৃদয়ের বন্ধ কপাট খুলবে কি আজ?
বাহু মেলে করবে কি স্বাগতম?  
বন্ধ কপাটের ওপারে 
ভরা জোয়ারের উথাল পাতাল ঢেউ 
সব কিছুই লণ্ডভণ্ড উলুস্থুলু 
শুকনো হৃদয়ে বাসনার চাষ 
ছলছল চোখে সাক্ষাতের অনুভুতির ঘোর  
আজ আবার সেই বর্ষা ঋতু
হৃদয় আজ, জল ভর্তি নদীর ভাঙ্গা সেতু
খুলবে কি আজ বন্ধ হৃদয়ের কপাট?
বন্ধ কপাট অপারগ স্বাগতমে
দ্বিতীয় দরজার নেই কোনও খোঁজ 
ফিরে যাবে কি অচেনা অতিথি? 
দুয়ার যে অতি নিকটে ।