প্রেম এক জলতরঙ্গ 
এক সৃষ্ট মোহ-আবেগ 
যার নেই কোন শুরু বা শেষ  ।
প্রেম সকালের ঘুমের ঘোরের অনুভূতি 
এক বিপরীতধর্মী চুম্বকের তীব্র আকর্ষণ 
কাল্পনিক জগতে অবাধ বিচরণ   
খাঁ খাঁ বুকের মাঝে শূন্যতার অনুভব 
সুগন্ধিত কর্পূরের সুবাসের উপস্থিতি
এক খাঁচামুক্ত স্বাধীন পাখী 
এক বাঁধনছাড়া উচ্ছ্বাস।
প্রেম বরফ গলা জল 
যাকে বোঝা মূর্খতার পরিচয়  
বুঝতে গেলে সাত জনমও কম  
কিন্তু ক্ষণিকের প্রেম সব কিছুই বুঝে নেয়।